The Daily Adin Logo
আজকের পত্রিকা
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

গান গায় গাছ

গান গায় গাছ

ইতালি-রোমান ইতিহাস, রেনেসাঁর শিল্প আর অপেরা সংগীতের দেশ। কিন্তু এবার সেখানেই সংগীতচর্চার এক অভিনব ধারা জন্ম নিয়েছে। যেখানে গায়ক নেই, বাজনাদার নেই, গান গায় গাছ! হ্যাঁ, অবাক লাগলেও সত্যি। ইতালির উত্তরাঞ্চলের এক ছোট্ট শহর ট্রন্টোতে একদল পরিবেশপ্রেমী সংগীতশিল্পী ও প্রযুক্তিবিদ মিলে তৈরি করেছেন এমন এক ব্যবস্থা, যেখানে গাছের মধ্য দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল ধরা হয় এবং সেগুলোকে রূপ দেওয়া হয় সংগীতে। মূলত, গাছের পাতায়, কা-ে বা শিকড়ে খুব সূক্ষ্ম সেন্সর বসানো হয়। এ সেন্সরগুলো গাছের ভেতরের বিদ্যুৎ তরঙ্গ, জল চলাচল, এমনকি হালকা দোলনের তথ্য সংগ্রহ করে। এরপর সেগুলোকে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে রূপান্তর করা হয় মিউজিক্যাল সাউন্ডে। এ সংগীত একেবারেই এলোমেলো নয়; বরং শুনতে লাগে একধরনের ধ্যানমূলক বা মেডিটেটিভ পরিবেশ সংগীত। প্রকৃতির বুক থেকে উঠে আসা এই সুর যেন শোনায় গাছের নিঃশব্দ কথোপকথন।

এ প্রকল্পের নামই দেওয়া হয়েছে ‘ঞযব চষধহঃ ঈড়হপবৎঃ’। শ্রোতারা সেখানে এসে বসে থাকেন বনভূমির ভেতর বা গাছঘেরা এক খোলা জায়গায়, আর গাছের ‘উৎপন্ন’ সংগীত পরিবেশন করা হয় সাউন্ড সিস্টেমের মাধ্যমে। কেউ কেউ চোখ বন্ধ করে ধ্যান করেন, কেউ আবার সেই সুরে যোগ দেন বেহালা, ফ্লুট বা পিয়ানোর মতো যন্ত্র বাজিয়ে। সংগীতশিল্পী ও প্রকল্পটির অন্যতম উদ্যোক্তা ফ্রানচেস্কো ডেল গাদো বলেন, ‘প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আমরা চাই, মানুষ আবার গাছকে ‘শোনা’ শিখুক।’

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.