The Daily Adin Logo
আজকের পত্রিকা
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

জানো কি?

জানো কি?

রংধনুতে কী কী রং থাকে?
উত্তর: লাল, কমলা, আকাশি (নীল), হলুদ, সবুজ, নীল, বেগুনি।

এক সপ্তাহে কয়টি দিন আছে?
উত্তর: ৭ দিন।

আমরা যে গ্রহে বাস করি তার নাম কি?
উত্তর: পৃথিবী।

পৃথিবীর পাঁচটি মহাসাগরের নাম বলতে পারো?
উত্তর: প্রশান্ত, আটলান্টিক, ভারত, আর্কটিক এবং দক্ষিণ মহাসাগর।

মৌমাছি কি তৈরি করে?
উত্তর: মধু তৈরি করে।

পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?
উত্তর: ৭টি। যেমনÑ এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া।

বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উত্তর: নীল তিমি।

শীতের পরে কোন ঋতু আসে?
উত্তর: বসন্ত।

গাছপালা কোন গ্যাসে শ্বাস নেয়?
উত্তর: কার্বন-ডাই অক্সাইড।

পানির স্ফুটনাঙ্ক কত?
উত্তর: ১০০ ডিগ্রি সেলসিয়াস (২১২ ডিগ্রি ফারেনহাইট)।

ইংরেজি বর্ণমালায় কয়টি অক্ষর আছে?
উত্তর: ২৬টি

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি?
উত্তর: ওয়াশিংটন, ডিসি

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.