The Daily Adin Logo
আজকের পত্রিকা
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

কুকুর বাজায় পিয়ানো

কুকুর বাজায়  পিয়ানো

বাডি মার্কারি নামে একটি বেওয়ারিশ বিগল কুকুর পিয়ানোতে সুরের ঝংকার তুলে জানিয়ে দিল সে যে একজন গায়ক ও বাদক। মাস চারেক আগে ইউটিউবে আপলোড করার পর থেকেই বাডির ‘পারফর্মেন্স’ সংগীত অনুরাগীদের নজর কাড়তে শুরু করেছে। থাবা দিয়ে পিয়ানোর একটি করে কী টিপছে বাডি, যেন ওস্তাদ গাইয়ে তানপুরায় আঙুল বোলাচ্ছেন- তারপর আকাশ, মানে ছাদের দিকে মাথা তুলে বাডির সে কী সকরুণ মূর্ছনা!

ওস্তাদ আবদুল করিম খাঁ সাহেবকে নিয়ে একটি গল্প আছে। খাঁ সাহেব নাকি এক রাস্তার কুকুরকে রীতিমতো গান শিখিয়েছিলেন; নাম রেখেছিলেন টিপু মিয়া। সেই টিপু মিয়াকে মখমলের কোট আর মোতির মালা পরিয়ে মঞ্চে নিজের পাশে বসিয়ে দুজনে যুগলবন্দি পর্যন্ত গেয়েছেন! এটা ওস্তাদি ঠাট্টা কিনা জানা নেই। তবে বাডির সুরবোধ দেখে আর গলা শুনে স্বয়ং আবদুল করিম খাঁ সাহেবও যে ইমপ্রেসড হতেন, তা বলে দেওয়া যেতে পারে।

উল্লেখ্য, বিগল কুকুর দল বেঁধে শিকার করে। ভীষণ ছটফটে; পোষা দায়। ব্যাসেটও তো শিকারি কুকুর। কিন্তু শিকারি কুকুররা আসলে খুব দরদি, কবি টাইপের হয়, বাইরে থেকে বোঝা যায় না। তবে সুযোগ পেলে ওদের ভেতরকার সেই ধামাচাপা আর্টিস্ট সত্তাটি বেরিয়ে এসে মনটাকে কেমন করে দেয়!

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.