The Daily Adin Logo
আজকের পত্রিকা
মির্জা হাসান মাহমুদ

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

হবে নাকি স্পাইডার-ম্যান!

হবে নাকি  স্পাইডার-ম্যান!

সুপারহিরোর গল্প শুনতে কার না ভালো লাগে? সুপারহিরোর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অদ্ভুত সব ক্ষমতা আর উত্তেজনাপূর্ণ লড়াই; যা কল্পনার জগৎকে আরও রঙিন করে তোলে। কমিকবইয়ের অসংখ্য সুপারহিরোর মধ্যে স্পাইডার-ম্যান একটি অন্যতম উল্লেখযোগ্য নাম। নানা কারণে হিরোদের জগতে আলাদা জায়গা করে নিয়েছে এই সুপারহিরো। স্পাইডার-ম্যানকে যে চেনে, সে একবারের জন্য হলেও তার মতো হতে চায়। তোমরাও হয়তো স্পাইডার-ম্যানকে পছন্দ কর। কিন্তু জান কি, ও

আসলে কে? অতীতে কিন্তু স্পাইডার-ম্যানও তোমাদের

মতো সাধারণ মানুষ ছিল।

চল তবে সেই গল্প শোনা যাক-

স্পাইডার-ম্যানের আসল নাম পিটার বেঞ্জামিন পার্কার। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে নিউ ইয়র্কের কুইন্সে আন্ট মে এবং আঙ্কেল বেনের কাছে বড় হতে হয় তাকে। সে যেমন অসাধারণ শক্তিধর এক নায়ক, তেমনি তার গল্প একজন সাধারণ তরুণের গল্পও বটে। তার জীবনে পড়াশোনার চাপ, বন্ধুত্বের টানাপোড়েন এমনকি ব্যক্তিগত সংগ্রামও রয়েছে। তাই শিশু-কিশোর থেকে শুরু করে সবাই তার সঙ্গে সহজেই নিজেদের মিল খুঁজে পান। তবে একদিন ল্যাব ভিজিটের সময় পিটারকে কামড় দেয় একটি তেজস্ক্রিয় মাকড়সা। এর পরেই তার শরীরে আসে অদ্ভুত সব পরিবর্তন।

সে পেয়ে যায় অতিমানবীয় শক্তি, দ্রুত চলার ক্ষমতা, দেয়াল বেয়ে ওঠার দক্ষতা এবং স্পাইডার-সেন্স; যা তাকে বিপদ আসার আগেই সতর্ক করে দেয়। নিজের তৈরি ওয়েব-শুটারের সাহায্যে শহরের উঁচু ভবনের ফাঁকে দোল খেতে খেতে চলে যায় সে, যেখানেই বিপদের গন্ধ পায়। শুরুতে পিটার তার এসব ক্ষমতা শুধু নিজের স্বার্থে ব্যবহার করত। তবে একদিন তার অবহেলার কারণে আঙ্কেল বেন খুন হন। এই ঘটনাই তার জীবন বদলে দেয়। বড় শক্তির সঙ্গে আসে বড় দায়িত্ব, আঙ্কেলের এই কথাটি তার মনের ভেতর বাজতে থাকে। সেই শিক্ষা নিয়েই সে সিদ্ধান্ত নেয় মানুষের পাশে দাঁড়ানোর, অপরাধীদের বিরুদ্ধে লড়াই করার।

স্পাইডার-ম্যানের কাহিনিতে আরও অনেক চরিত্র আছে। যেমন দৈনিক পত্রিকার বস জে. জোনাহ জেমসন, যিনি সবসময় স্পাইডার-ম্যানকে খারাপভাবে উপস্থাপন করতে চান। তার বন্ধুদের মধ্যে আছে ফ্ল্যাশ থম্পসন ও হ্যারি অসবর্ন। তার জীবনে রয়েছে গওয়েন স্টেসি, মেরি জেন ওয়াটসন এবং ব্ল্যাক ক্যাটের মতো চরিত্রও। অন্যদিকে ভিলেনদের মধ্যে গ্রীন গবলিন, ডাক্তার অক্টোপাস, ভেনমসহ আরও অনেকেই রয়েছে, যাদের সঙ্গে তার লড়াই সবসময়ই রোমাঞ্চকর।

স্পাইডার-ম্যানের জন্ম হয়েছিল মার্ভেল কমিক্সের পাতায়। লেখক-সম্পাদক স্ট্যান লি আর শিল্পী স্টিভ ডিটকো তাকে তৈরি করেন ১৯৬২ সালে। খুব অল্প সময়েই স্পাইডার-ম্যান পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমান চলচ্চিত্র, টিভি সিরিজ, ভিডিও গেম এমনকি খেলনা পর্যন্ত সব জায়গায় স্পাইডার-ম্যানের উপস্থিতি রয়েছে। মার্ভেল প্রকাশ করেছে তার অনেক গল্প। এর মধ্যে দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান সিরিজটি সবচেয়ে জনপ্রিয়। সময়ের সঙ্গে তার চরিত্রও বড় হয়েছে। এমনকি অ্যাভেঞ্জার্স ও ফ্যান্টাস্টিক ফোরের মতো সুপারহিরো দলেরও অংশ হয়েছে পিটার।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.