The Daily Adin Logo
আজকের পত্রিকা
বিনোদন ডেস্ক

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

অনেক দূর যেতে চান আকসা

অনেক দূর যেতে চান আকসা

‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলাতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’র চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। রাজধানীর আইইউবিতে আইন বিষয়ে অনার্সে অধ্যয়নরত আকসার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মিডিয়াতে কাজ করার। সেই লক্ষ্যে তিনি ছোটবেলায় বুলবুল ললিতকলা একাডেমিতে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। হয়েছেন বিজ্ঞাপনেরও মডেলও।

তবে যখন এই প্রতিযোগিতার কথা জানতে পারেন তখন প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়েই এতে অংশ নেন। সারাদেশ থেকে এই প্রতিযোগিতায় ৭৫০ জনের মধ্যে শীর্ষ ১৫তে চলে আসেন আকসা। সর্বশেষ গ্র্যান্ড ফিনালেতে অপু বিশ্বাস, আব্দুল আজিজ, সৌমেন সাহা ও সাকিব সনেটের বিচারে চ্যাম্পিয়ন হন আকসা। 

আগামী দিনের স্বপ্ন নিয়ে আকসা বলেন, ‘বাংলাদেশের অভিনয়ের দুনিয়ায় আমি নিজেকে অনেক দূর নিয়ে যেতে চাই। আমার ভীষণ ভালো লাগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আপুকে। তার ব্যক্তিত্ব, তার নীরবে নিভৃতে কাজ করে যাওয়া আমাকে ভীষণ মুগ্ধ করে। আমি ঠিক তার মতোই একজন হতে চাই। আর যেহেতু আমি আইন বিষয়ে পড়াশোনা করছি, তাই ইচ্ছে আছে সমাজের বিধবা নারী ও অনাথ বাচ্চাদের জন্য কিছু করার। যেন তারা তাদের প্রাপ্য পাওনা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। সবার কাছে দোয়া চাই যেন বাংলাদেশের হয়ে ম্যানিলাতে ওম্যান অব দ্য ওয়ার্ল্ড-এ স্থান করে নিতে পারি।’

আকসা নবম শ্রেণিতে পড়ার সময় তিনি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের নির্দেশনায় গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। এরপর বাংলালিংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের পণ্যের মডেল হয়েছেন। এরই মধ্যে আরশ খানের বিপরীতে এল আর সোহেলের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.