The Daily Adin Logo
আজকের পত্রিকা
বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সম্মাননা পেলেন মো. এরশাদ হাসান

সম্মাননা পেলেন মো. এরশাদ হাসান

দেশের মঞ্চ ও টেলিভিশনের পরিচিত অভিনেতা, প্রশিক্ষক এবং নির্দেশক মো. এরশাদ হাসান সম্প্রতি তার অভিনয়ের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘সুন্দরবন পর্যটন ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন। এরশাদ হাসান মঞ্চনাটক, পথনাটক, মুকাভিনয় এবং টেলিভিশন চরিত্রাভিনয়ে সমানভাবে দক্ষ। মঞ্চে তার অভিনয় চিত্রনাট্যের গভীর অনুধাবন, চরিত্রের স্বাভাবিক উপস্থাপন এবং দর্শকের সঙ্গে অদ্ভুত সংযোগের জন্য প্রশংসিত।

টেলিভিশনে বহু ধারাবাহিক ও নাটকে তার চরিত্রাভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। একজন প্রশিক্ষক ও নির্দেশক হিসেবে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের গাইড করছেন এই অভিনেতা। ইতোমধ্যে তিনি বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও অভিনয় করে সুনাম অর্জন করেছেন।

সুন্দরবন পর্যটন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাওয়ার্ড মো. এরশাদ হাসানের বহুমাত্রিক অবদানের স্বীকৃতি এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হিসেবে প্রদান করা হয়েছে।

অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসাবে ইতোমধ্যে এরশাদ হাসান টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) কর্তৃক মঞ্চ ও টেলিভিশন অভিনেতা হিসাবে ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড ২০২৫, হিরণ কিরণ নাট্য পদক ২০২৪ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকাস্থ জাপানী দূতাবাসের যৌথ প্রযোজনা ‘একশ বস্তা চাল’ নাটকের অভিনেতা হিসাবে ‘আন্তর্জাতিক উচিমূরা পুরস্কার-২০০৮’ গ্রুপ পদক পেয়েছেন।

এরশাদ হাসান বলেছেন, ‘এই অ্যাওয়ার্ড আমার জন্য এক অনন্য সম্মান। এটি আমার কাজকে নতুন প্রেরণা দিবে এবং আরও ভালোভাবে দর্শকের সঙ্গে সংযুক্তি ঘটাতে পারবে।’
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.