The Daily Adin Logo
আজকের পত্রিকা
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মা হচ্ছেন ক্যাটরিনা!

মা হচ্ছেন ক্যাটরিনা!

যা রটে, তা কিছু তো বটে! ঠিক সেরকমই ঘটতে চলেছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সংসারে। গত বছর থেকে হঠাৎ বলিউড গুঞ্জনে শোনা যায়, ক্যাটরিনা নাকি মা হতে চলেছেন। এমনকী, যখনই ক্যাটরিনা ধরা পড়তেন পাপারাজ্জির ক্যামেরায়, তখনই জোরদার হতো তার মা হওয়ার খবর। এমনকী, কয়েক সপ্তাহ আগেই ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাক পরতে দেখা যাওয়ায়, সেই গুঞ্জনের আগুনে বারুদ পড়েছিল। আর এবার ভিকি ও ক্যাটরিনার ঘনিষ্ঠসূত্র থেকে ফাঁস হলো বড়সড় খবর।

ভিকি ও ক্যাটরিনার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। আগামী অক্টোবর শেষ বা নভেম্বরের শুরুতেই মা হবেন ক্যাটরিনা। এই কারণেই ক্যাটরিনা ইদানীং রয়েছেন মিডিয়ার লোকচক্ষুর আড়ালে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত ক্যাটরিনা বা ভিকির কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় না।

কাকপক্ষিও টের পাননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজার রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.