The Daily Adin Logo
আজকের পত্রিকা
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের মতো গাড়ির বিদায়

বিয়ের মতো  গাড়ির বিদায়

একটি গাড়ি দীর্ঘদিন ব্যবহার করলে তার ওপর মায়া পড়ে যাওয়া স্বাভাবিক। আর এই মায়া থেকেই এক অভাবনীয় কাজ করে বসেছেন ভারতের গুজরাটের একটি পরিবার। তাদের দীর্ঘদিনের ব্যবহার করা গাড়িটি পুরোনো এবং অকেজো হওয়ায় সেটির অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে সারা ফেলে দিয়েছেন তারা। অনেকেই পুরোনো গাড়িকে স্ক্র্যাপইয়ার্ডে দিয়ে দেয়। সেখানে গাড়ির যন্ত্রাংশ খুলে বিক্রি করা হয়। কিন্তু এই পরিবার তাদের ব্যবহার অনুপযোগী গাড়িকে স্ক্র্যাপইয়ার্ডে না পাঠিয়ে সেটিকে মাটি খুঁড়ে সমাধিস্থ করেছে। তাদের ভাষ্যমতে গাড়িটি যতদিন তাদের সঙ্গে ছিল, ততদিন সেটি সৌভাগ্য বয়ে আনে।

তাই এই লাকি গাড়ি বিদায়ে তারা বিশাল সমাধি অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানে প্রায় ১,৫০০ জন লোক, সন্ন্যাসী ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, ১৮ বছরের পুরোনো মারুতি সুজুকি ওয়াগন আরের ছাদে গোলাপ ফুলের পাপড়ি বসানো। বাকি জায়গা গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো। এভাবেই সেটিকে আগে খুঁড়ে রাখা ১৫ ফুট গভীর গর্তে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটিকে এরপর সবুজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। মাটি দেওয়ার আগে পরিবারের সদস্য ও শুভাকাক্সক্ষীরা ফুলের পাপড়ি ছিটিয়ে দেয় গাড়ির গায়ে।

পুরো সময় মাইক থেকে ভেসে আসে হিন্দি সিনেমার গান, অন্যদিকে পুরোহিতেরা মন্ত্র উচ্চারণ করেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন স্থানীয় সন্ন্যাসী ও আধ্যাত্মিক গুরুরা। গাড়িটির শেষ যাত্রার ছবি তুলতে ও ভিডিও করতে পেশাদার আলোকচিত্রী ও ভিডিওগ্রাফারদেরও আনা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েকদিন আগে গ্রামের প্রায় দুই হাজার মানুষের কাছে চার পৃষ্ঠার আমন্ত্রণপত্র পাঠানো হয়। এমনকি তারা আরও বলেন, প্রতিবছর এদিনে তারা সমাধিস্থল ফুল দিয়ে সাজাবেন। পরবর্তী প্রজন্ম যেন গাড়িটিকে ভুলে না যায় সেজন্যই প্রতিবছর এই আয়োজন করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.