The Daily Adin Logo
আজকের পত্রিকা
রঙের মানুষ প্রতিবেদক

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

দুই শিল্পীর বিদায়

দুই শিল্পীর বিদায়

একসময় রূপালী পর্দা কাঁপানো চিত্রনায়িকা শাহিনা শিকদার বনশ্রী মারা গেছেন। গতকাল সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। একমাত্র ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামে থাকতেন তিনি। শিবচর কুমিরপাড় নানার বাড়িতে তাকে সমাহিত করা হয়। ১৯৯৪ সালে ‘সোহরাব-রুস্তুম’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ব্যবসায় সফল হয় সিনেমাটি। পরিচিতি পান বনশ্রী। এরপর আরও এক ডজনের মতো সিনেমায় অভিনয় করেন।

একই দিন রাস্টফ ব্যান্ডের তরুণ ভোকালিস্ট আহরার মাসুদ মারা গেছেন। শ্রোতাদের কাছে তিনি পরিচিত ছিলেন দীপ নামে। ২০০৭ সালে ‘ডি রকস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পায় ব্যান্ড ‘এক্লিপস’। সেসময় এই ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন দীপ। সর্বশেষ তিনি ছিলেন রাস্টফ ব্যান্ডের ভোকালিস্ট।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.