The Daily Adin Logo
আজকের পত্রিকা
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

২৬ সেপ্টেম্বর ‘উদীয়মান সূর্য’

২৬ সেপ্টেম্বর ‘উদীয়মান সূর্য’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে ‘উদীয়মান সূর্য’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা এস এম শফিউল আযম। সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর। আগামী ২৬ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মৌলিক গল্প ও গানের সিনেমা ‘উদীয়মান সূর্য’ দর্শকের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশা করছেন সিনেমার পরিচাললক এস এম শফিউল আযম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিনেমাটিতে দেশপ্রেমের কথা বলা হয়েছে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

সিনেমাটির আখ্যান ভাগে রয়েছে, নোমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ ও গণহত্যা শুরু করলে নোমান তার বন্ধু জামালসহ পালাতে চেষ্টা করে এবং পথের মাঝে জামালকে হারিয়ে ফেলে। অবশেষে নোমান ঢাকায় বসবাসরত বন্ধু সুনিলের বাসায় আশ্রয় নেয়। রাত শেষে ভোরের সূর্য উদয় হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানতে ও বন্ধু জামালের খোঁজে বাহিরে বের হয় নোমান।

ঢাকা শহরের কারফিউ ও গণহত্যার খবর নিয়ে বন্ধু সুনিলের পরিবারের সবাইকে অবগত করে। সুনিলের বোন মুক্তি মনে মনে নোমানকে পছন্দ করে। এই বিষয় নোমান বুঝতে পেরে তাদের নিয়ে চিন্তিত হয়ে পড়ে। পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় বসবাসরত হিন্দুদের উপর হত্যা, ধর্ষণ ও নানাবিধ নির্যাতন চালাতে থাকে। সুনিলের বাবা সরকারি চাকরিজীবী ও হিন্দু হওয়ায় নোমান সুনিলকে পরিবারসহ ঢাকা ছেড়ে নিজ জেলা কুষ্টিয়াতে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। নিজেও কুষ্টিয়াতে চলে যায় এবং এলাকার যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। এভাবেই গল্প এগিয়ে যায়।

নির্মাতা বলেন, ‘মুসলিম হিন্দু যাই বলা হোক না কেন আমরা সবাই মানুষ। আমাদের পরিচয় আমরা বাঙালি। এই স্লোগানকে সামনে রেখে সিনেমাটি নির্মাণ করা হয়েছে এবং একইসঙ্গে সাম্প্রদায়িকতা ভুলে সকলকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছি। আর দেশের প্রতি সবসময়ই আমার আলাদা একটা মমত্ববোধ কাজ করে। দর্শকের প্রত্যাশা পূরণ হলেই নিজেকে সার্থক মনে করব।’

লিনেট ফিল্মস এর প্রযোজনায় সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্মাতা নিজেই। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিদ রেহান, সাজ্জাদ সাজু, আনোয়ার সিরাজী, গুলশান আরা পপি, এবিএম সোহেল রশীদ, বিল্লু, আমিরুল ইসলাম, আসলাম আলী, ডা. শিউলী জামান, আমিরুল, আজম খান, শাহেলা আক্তার, সাদিয়া আফরিন, আহমেদ সাজু, এনায়েত রাজীব, বাবলু রাজা, নাজিরুল, মিষ্টি হাসান, আব্দুল আজিজ, পিন্টুু আকনজী, বিপুল, তৌফিক ডলার প্রমুখ।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.