The Daily Adin Logo
আজকের পত্রিকা
বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কিশোর-জীবনের ‘নিখোঁজ সংবাদ’

কিশোর-জীবনের ‘নিখোঁজ সংবাদ’

দুজনেই তখন সংগীতের নবীন মুখ। চোখজুড়ে অন্তহীন স্বপ্ন, আর হৃদয়ে নতুন কিছু সৃষ্টির অদম্য স্পৃহা। কথায় কথায় দুজন মিলে তৈরি করলেন ‘নিখোঁজ সংবাদ’। না, কেউ হারিয়ে যায়নি। এটি আসলে তাদের গান। ২০০৮ সালে প্রকাশিত কিশোর দাসের প্রথম একক অ্যালবামের টাইটেল গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন। দেড় যুগের সেই গান সম্প্রতি পুনরায় নতুন আঙ্গিকে প্রকাশ করলেন কিশোর। আর ওমনি দুজন ফিরে গেলেন দেড় যুগ আগের স্মৃতিতে।

গানটির সঙ্গে জীবন-কিশোরের নানা স্মৃতি ও আবেগ জড়িয়ে আছে। জীবন জানালেন, ২০০৬ সালে গীতিকার হিসেবে তার আত্মপ্রকাশ। তবে প্রথমবার ভালোবাসা দিবসে তার গান আসে ২০০৮-এ, সেটা ‘নিখোঁজ সংবাদ’। এটি আবার তার লেখা প্রথম কোনো অ্যালবামের টাইটেল গান।

জীবনের ভাষ্য, ‘কিংবদন্তি গায়ক-সুরকার শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ দাদার সুরে গানটিতে কণ্ঠ দেন কিশোর দাস। সে সময়ে এটা ছিল আমার জন্য বিরাট এক প্রাপ্তি! মনে আছে, গানটি নিয়ে সাক্ষাতে-মোবাইলে আমার আর কিশোরের কত কত কথা, স্বপ্ন এবং প্রত্যাশা। মূলত তার চেষ্টাতেই আমার লেখাটি তখন কুমার বিশ্বজিৎ দাদার হাতে পৌঁছে এবং তার সুরে গান হয়ে ওঠে; এর জন্য কিশোরের কাছে আমি আজও কৃতজ্ঞ।’

অবশ্য গানটি যখন জীবন রচনা করেছিলেন, তখন জানতেন না এটিই কিশোরের অ্যালবামের টাইটেল গান হবে। যখন খবরটি শুনেছিলেন, আনন্দে উড়ে যায় রাতের ঘুম।

কিশোর দাসের মনেও নানা স্মৃতি, উচ্ছ্বাস। বললেন, ‘এটা আমার প্রথম অ্যালবামের গান, আবার এটিই কুমার বিশ্বজিৎ স্যারের সুর করা আমার জীবনের প্রথম গান। এই গানই বন্ধু রবিউল ইসলাম জীবনের লেখা আমার গাওয়া প্রথম গান। আমার জীবনের অনেকগুলো ‘প্রথম’ এই গানের হাত ধরে। তাই প্রায় ১৭ বছর পরে গানটি আবার নতুন অ্যারেঞ্জমেন্ট করে শ্রোতাদের সামনে আনলাম। আমার কাছে এ গান অনেক নষ্টালজিক একটা ব্যাপার।’ 

নতুন সংগীতায়োজনে গানটি কিশোরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.