The Daily Adin Logo
আজকের পত্রিকা
রূপালী প্রতিবেদক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আইল্যান্ডে ধাক্কা খাওয়া গাড়িতে মিলল ২২২ বোতল বিদেশি মদ

আইল্যান্ডে ধাক্কা খাওয়া গাড়িতে মিলল ২২২ বোতল বিদেশি মদ

রাজধানীর গুলশান ট্রাফিক সিগনালে দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি প্রাইভেট কার জব্দ করেছেন দায়িত্বরত সার্জেন্ট। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সার্জেন্ট আল হেলাল জানান, সকালে তিনি নিয়মিত দায়িত্ব পালনের সময় একটি কালো রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ ১১-৬৫৭৫) সড়কের আইল্যান্ডে ধাক্কা মারে। এতে গাড়ির চাকা ক্ষতিগ্রস্ত হয়। তিনি গাড়ির কাছে এগিয়ে যাওয়ার আগেই চালক পালিয়ে যায়।

পরে গাড়ির কাছে গিয়ে সন্দেহজনক গন্ধ পাওয়ায় তল্লাশি চালালে ২২২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও উদ্ধারকৃত মদ থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ডিউটি অফিসার আকরাম খান বলেন, ‘গুলশান থেকে জব্দকৃত মদ থানায় হস্তান্তর করা হয়েছে।’
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.