The Daily Adin Logo
আজকের পত্রিকা
চট্টগ্রাম ব্যুরো

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সর্বজনীন শিক্ষার্থী সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

সর্বজনীন শিক্ষার্থী সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

চাকসু নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিসের সমর্থনে গঠিত সর্বজনীন শিক্ষার্থী সংসদ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যানেল প্রকাশ করা হয়।

ঘোষিত প্যানেল অনুযায়ী, ভিপি পদে রয়েছেন ছাত্র অধিকার পরিষদ চবি শাখার আহ্বায়ক তামজিদ উদ্দিন, জিএস পদে ইসলামী ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহামুদ রুমি, এজিএস পদে ছাত্র অধিকার পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক রোমান রহমান।

এ ছাড়াও খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে সবুজ, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে দেওয়ান রহমান, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম (সাঈদ), সহ-দপ্তর সম্পাদক পদে শাফিন রহমান, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে সানজিদা আক্তার শিপু, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মাজহারুল ইসলাম (শুভ), গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক পদে তৌহিদুল ইসলাম সুহান, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান রয়েছেন।

এ ছাড়াও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে জিয়াউদ্দিন সায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে নাজমুস সাদাত মো. সায়েম, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে মো. নাজমুছ ছাকিব এবং সহ-যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে রায়হান আব্দুল্লাহ, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে ইয়াছিন আরাফাত এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে মো. মারুফ।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে মো. মুজাহিদুল্লাহ (মুজাহিদ), কাজী বেলাল হোসেন, আবিদ হাসান, সালমান মাহাম্মদ সজিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.