The Daily Adin Logo
আজকের পত্রিকা
স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

শ্রেয়ার কণ্ঠে নারী বিশ্বকাপের থিম সং

শ্রেয়ার কণ্ঠে নারী বিশ্বকাপের থিম সং

আইসিসি নারী ওয়ানডে বিশ^কাপের অফিসিয়াল থিম সং ‘ব্রিং ইট হোম’ প্রকাশিত হয়েছে, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শিরোপা ঘরে তোলো’। ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই বিশ^কাপের থিম সং গেয়েছেন ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। গানটিতে ক্রিকেট মাঠের স্বপ্ন, সাহস ও অধ্যবসায়কে তুলে ধরা হয়েছে। গানটি একদিকে যেমন ছন্দ, সুর আর আবেগের মেলবন্ধন, অন্যদিকে এটি বিশ্বকাপ মঞ্চে সারা বিশে^র দর্শকদের এক সূত্রে বাঁধতে চায়। গানটির আকর্ষণীয় হুক লাইন ‘তারিকিটা তারিকিটা তারিকিটা ধম’ এবং ‘ধক ধক, উই ব্রিং ইট হোম’ যেন প্রত্যেক নারীর হৃৎস্পন্দন ও স্বপ্নকে ধারণ করে। অফিসিয়াল মিউজিক ভিডিওতে নারীদের ক্রিকেটের গৌরবময় মুহূর্ত, উজ্জ্বল নৃত্যশৈলী এবং দৃষ্টিনন্দন ভিস্যুয়ালের সমন্বয় ক্রিকেট-প্রেমীদের নতুন করে অনুপ্রেরণা দেবে।

গানটি প্রসঙ্গে শ্রেয়া ঘোষাল বলেন, ‘আইসিসি নারী বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। নারীদের ক্রিকেটের শক্তি, ঐক্য ও উদযাপন তুলে ধরতে অফিসিয়াল গানটি গাওয়া ছিল এক অনন্য অভিজ্ঞতা। ক্রিকেটের প্রতি ভালোবাসা মানুষকে এক করে, আর এই গান সেই আনন্দ ভাগাভাগি করার একটি মুহূর্ত। আমি চাই, এই গান ভক্তদের অনুপ্রাণিত করুক এবং দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করুক।’ গানটি এরই মধ্যে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, জিওসাভন, ইউটিউব মিউজিক, ইনস্টাগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.