The Daily Adin Logo
বাণিজ্য
রূপালী ডেস্ক

সোমবার, ০৩ মার্চ ২০২৫

আপডেট: সোমবার, ০৩ মার্চ ২০২৫

রাজধানীতে লেবুর হালি ৬০-১০০ টাকা

রাজধানীতে লেবুর হালি ৬০-১০০ টাকা

রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও লেবুর দাম বৃদ্ধি পেয়েছে। ২০ দিন আগে যে লেবুর দাম পিসপ্রতি ছিল ৫ থেকে ১০ টাকা, সেটি এখন বেড়ে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

রোজা ও গরমে বাড়তি চাহিদা লেবুর দাম বৃদ্ধির মূল কারণ বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। 

সোমবার (৩ মার্চ) সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা দোকানগুলোতে বিভিন্ন আকার ও জাতের লেবু তোলা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে কলম্বো লেবু (গোল আকৃতির), এলাচি লেবু (লম্বাটে আকৃতির) ও কাগজি লেবু।

বিক্রেতারা জানান, আকারভেদে লেবুর দাম নির্ধারণ করা হচ্ছে। রোজা শুরুর দুই সপ্তাহ আগে হালিপ্রতি ২০ থেকে ৩০ টাকায় লেবু বিক্রি হতো। তবে এখন সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী মো. তুহিন জানান, কয়েক ধরনের লেবু আছে এখানে। এর মধ্যে ছোট আকৃতির লেবুগুলোর ডজন ১৮০ টাকা এবং বড় আকৃতিরগুলো ডজন ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের কারণে চাহিদা বাড়ায় দাম বেড়েছে।

মহিউদ্দিন নামের আরেক ব্যবসায়ী জানান, তার কাছে চার ধরনের লেবু আছে। সবচেয়ে বড় আকৃতির লেবু হালি প্রতি ১০০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া আকার ও জাতভেদে প্রতি হালি লেবু ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। টাঙ্গাইল থেকে আসা কলম্বো লেবু বেশ রসালো তাই দাম বেশি বলে জানান এই বিক্রেতা।

তিনি বলেন, ‍‍`প্রতি বছর রমজান শুরুর আগে লেবুর দাম বেড়ে যায়। এবারও বেড়েছে। সেই সঙ্গে গরমের কারণে শরবতের জন্যও লেবুর চাহিদা বেড়েছে।‍‍`

এদিকে লেবুর দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছেন ক্রেতা সাধারণ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.