The Daily Adin Logo
বাণিজ্য
রূপালী ডেস্ক

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আবারও স্বর্ণের দামে বড় লাফ

আবারও স্বর্ণের দামে বড় লাফ

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।  সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ৩ হাজার ৫৪ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৭৮,৮৩২ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৭০,৭০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪৬,৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ২১,১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে এই দাম যথাক্রমে ছিল ১ লাখ ৭৫,৭৮৮ টাকা, ১ লাখ ৬৭,৭৯৮ টাকা, ১ লাখ ৪৩,৮২৯ টাকা ও ১ লাখ ১৯,০৪৩ টাকা।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটে দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটে দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক হাজার ৫৮৬ টাকা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.