The Daily Adin Logo
বাণিজ্য
রূপালী প্রতিবেদক

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নভেম্বর থেকে শুরু হচ্ছে জাপানি উপকরণ-প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ 

নভেম্বর থেকে শুরু হচ্ছে জাপানি উপকরণ-প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ 

জাপানের নির্মাণশিল্পে তীব্র শ্রমিক সংকট মোকাবিলা এবং বাংলাদেশি তরুণদের জন্য আরও ভালো ক্যারিয়ার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে, হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান)-এর ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদার নেতৃত্বে একটি জাপান-বাংলাদেশ যৌথ প্রকল্প শুরু হতে যাচ্ছে।

হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান), হার্টফুল লিমিটেড (বাংলাদেশ) যৌথভাবে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর সহযোগিতায় একটি উচ্চমানের প্রশিক্ষণ নির্মাণ শিল্পের কর্মসূচি পরিচালিত হবে, যেখানে ব্যবহার করা হবে জাপান থেকে সরাসরি আমদানি করা নির্মাণ উপকরণ।

এই প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে নভেম্বর মাস থেকে এবং প্রশিক্ষণ প্রদান করবেন জাপান থেকে আগত অভিজ্ঞ ও বিশেষায়িত প্রশিক্ষক ও জাপানি ভাষা শিক্ষক। তাদের দিকনির্দেশনায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা সরাসরি জাপানি কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন, যা তাদের একটি নিশ্চিত ক্যারিয়ার পথ তৈরি করে দেবে। প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত জানতে ১৩/১, নিউ ইস্কাটন রোড, লাজ্ফার্মাবিল্ডিংয়ে (৩য়তলা) ও ফোন +৮১৮০৯৩৬২৮৯৭২, +৮৮০১৮২৬২০০৬২৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই উদ্যোগ সম্পর্কে হাইটেক কর্পোরেশন এলএলসি (জাপান)-এর ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো জাপানের নির্মাণশিল্পে শ্রমিক সংকট সমাধানের পাশাপাশি বাংলাদেশি তরুণদের জন্য ভবিষ্যৎ গড়ার নতুন পথ উন্মোচন করা। এই প্রকল্পটি উভয় দেশের জন্য একটি বিশাল সুযোগ।’

হার্টফুল লিমিটেড (বাংলাদেশ)-এর ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বলেন, ‘আমরা বৈধ ও নৈতিক অভিবাসনের পথকে উৎসাহিত করতে বদ্ধ পরিকর। হার্টফুল ভিসা প্রসেস থেকে শুরু করে জাপানে স্থায়ী হওয়া, পরিবার পুনর্মিলন এবং দৈনন্দিন জীবনের সহায়তাসহ সর্বাঙ্গীন সহায়তা প্রদান করবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.