The Daily Adin Logo
বাণিজ্য
রূপালী ডেস্ক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

টানা চতুর্থবারের মতো ‘সুপারব্র্যান্ডস’ সম্মাননা অর্জন করল বসুন্ধরা এলপি গ্যাস

টানা চতুর্থবারের মতো ‘সুপারব্র্যান্ডস’ সম্মাননা অর্জন করল বসুন্ধরা এলপি গ্যাস

দেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বিশ্বাসযোগ্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহকারী প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড টানা চতুর্থবারের মতো সম্মানজনক ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬’ অর্জন করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লে মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ গালা ইভেন্টে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ রেদোয়ানুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার বেলাল হোসেন, এজিএম সেলস মো আতাউর রহমান, এজিএম সেলস নূর কুতুব উল আলম এবং ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ।

বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ রেদোয়ানুর রহমান এ অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ‘গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা, কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীদের অবিচল আস্থা ও সহযোগিতার কারণেই বসুন্ধরা এলপি গ্যাস বারবার এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করছে।’

‘সুপারব্র্যান্ডস’ যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টিরও বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সম্মাননা প্রদান করে থাকে। বাংলাদেশে এ পুরস্কার দেশের সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানজনক ব্র্যান্ডগুলোকে প্রদান করা হয়।

সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর এ অর্জনকে বসুন্ধরা এলপি গ্যাসের সকল কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের জন্য উৎসর্গ করেছেন।

উল্লেখ্য, সুপারব্র্যান্ডস পুরস্কারের পাশাপাশি বসুন্ধরা এলপি গ্যাস টানা পাঁচ বছর ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে, যা দেশের এলপিজি খাতে তাদের নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বকে আরও সুদৃঢ় করেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.