The Daily Adin Logo
রাজধানী
রূপালী ডেস্ক

শনিবার, ১৯ জুলাই ২০২৫

আপডেট: শনিবার, ১৯ জুলাই ২০২৫

ফিল্মি স্টাইলে চাপাতি দেখিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

ফিল্মি স্টাইলে চাপাতি দেখিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীর ধানমন্ডিতে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। এ সময় ছিনতাই করে ট্রাফিক পুলিশের পাশ দিয়ে পালিয়ে গেছে ওই ছিনতাইকারী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১২টার পর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনার পর পথচারীদের থেকে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কিংবা ছিনতাইকারী কাউকে পায়নি পুলিশ।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেননি। এরপরও পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের পর আইনের আওতায় আনতে চেষ্টা করা হবে।’

ভিডিওতে দেখা যায়, চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছে ছিনতাইকারী। পরে তাকে হুমকি দিয়ে আরও কয়েকজনের সামনে দিয়ে মূল সড়কে এসে ট্রাফিক পুলিশের পাশ দিয়েই চলে যাচ্ছে ছিনতাইকারী।

একটি গাড়ির ভেতর থেকে করা ভিডিওতে দেখা যায়, অন্তত তিনজন ট্রাফিক পুলিশ সদস্যকে সেখানে দায়িত্ব পালন করতে দেখা যায়। তাদের পাশ কাটিয়ে ছিনতাইকারী নির্বিঘ্নে চলে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যাশৈন্যু মারমা বলেন, ‘রাত ১২টার পর রাসেল স্কয়ার মোড়ে ট্রাকের চাপ থাকে বেশি। এ ছাড়া রাসেল স্কয়ারের আশপাশে অনেক নৈশকোচের স্ট্যান্ড রয়েছে। রাতে এসব বাস ঢাকার বাইরে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। উপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। পুলিশ সদস্য হয়তো চাপাতি হাতে যুবককে খেয়াল করেননি।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.