The Daily Adin Logo
রাজধানী
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

হাসিনার মামাতো ভাই হীরা গ্রেপ্তার

হাসিনার মামাতো ভাই হীরা গ্রেপ্তার

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম।

গ্রেপ্তার শেখ অলিদুর রহমান হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের পুত্র। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

র‌্যাব জানায়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলায় সরাসরি নেতৃত্ব দেন শেখ হীরা।

রাজধানীর কোতোয়ালি, রামপুরা, উত্তরা পশ্চিম থানা এলাকাসহ গোপালগঞ্জের দিঘলিয়া ও খুলনার ফুলতলা উপজেলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার নির্দেশেই অস্ত্রসহ হামলা চালায়।

এসব ঘটনায় তার বিরুদ্ধে ঢাকার একাধিক থানা ছাড়াও গোপালগঞ্জ ও খুলনায় একাধিক মামলা দায়ের হয়।

র‌্যাব জানায়, এসব মামলার পর থেকেই গা ঢাকা দেন শেখ হীরা। তবে তাকে নজরদারিতে রাখে র‌্যাবের গোয়েন্দা ইউনিট। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.