The Daily Adin Logo
রাজধানী
রূপালী প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আ.লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ১১

আ.লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ১১

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করেই ১৫-২০ জন যুবক ব্যানার হাতে মিছিল শুরু করেন। প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঝটিকা মিছিল চলাকালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে আটক করে। তিনি বলেন, কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে আটক হয়েছে, তা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলোচিত শিল্পপতি ও স্পাইডার গ্রুপের স্বত্বাধিকারী রিপন মুন্সিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর বাড্ডা থানার একটি মামলায় মঙ্গলবার রাতে উত্তরার স্পাইডার গ্রুপের অফিস থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.