The Daily Adin Logo
সারাদেশ
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪

আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

সিরাজদিখানে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণ ও দুর্নীতি মুক্ত রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টার দিকে রাজানগর বাজার থেকে মিছলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

এতে অংশনেয় দুই শতাধিক এলাকাবাসী। রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমানকে পদত্যাগ করতে নানা স্লোগানে দেন। পদত্যাগ না করলে অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিক্ষোভকারীরা। 

তারা বলেন, চেয়ারম্যান নির্বাচনে আগে অনেক প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর থেকেই সে বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে।

বিক্ষোভে বক্তব্য রাখেন, রাজানগর ইউপি সদস্য জে আই চৌধুরী লিটন ও সাইফুল ইসলাম, রাজানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অলিউল ইসলাম লস্কর, বিএনপি নেতা আবু তাহের, শহিদুল মাদবর, সিদ্দিক আকবর দাখিল মাদরাসার শিক্ষক মো. দাউদ প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.