The Daily Adin Logo
সারাদেশ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

বড়চাপা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বড়চাপা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ডিগ্রি কলেজে পরিচিতি ও নবীন বরণ-২০২৪ইং অনুষ্ঠিত।

১৯ আগস্ট সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের পরিচিতি ও নবীন বরণের আয়োজন করা হয়।
 বড়চাপা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলতাফ হোসেন টিপুর সভাপতিত্বে ও আহসান হাবিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল হেরেম উল্যাহ আহ্ছান।

এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আবু তাহের, দেলোয়ার হোসেন সামি, সিদ্দিকুর রহমান, প্রণতী পোদ্দার, আইসিটি প্রভাষক গুলজার হোসেন গুলশান, রিনা, অভিভাবক সদস্য কামরুল ইসলাম, সাদেকুল ইসলাম মাস্টারসহ আরো অনেকে। 

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন শিক্ষকগণ। অনুষ্ঠান শেষে কলেজ সংগীত একাডেমীর পরিচালক হারুন অর রশিদ এর নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থী কোহিনুর আক্তার, সামিউল ইসলাম রোমানসহ আরো অনেকে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.