The Daily Adin Logo
সারাদেশ
কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪

আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪

কুড়িগ্রামে বিয়ের আসর থেকে কনে উধাও

কুড়িগ্রামে বিয়ের আসর থেকে কনে উধাও

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বিয়ের আসর থেকে মুমু আক্তার (১৮) নামে এক কনে উধাও হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় ওই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আদুরী বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার বিষয়। গতকাল আমি এই বিয়ের কথা শুনতে পারি। পরে আজ মঙ্গলবার সকালে কনের পালিয়ে যাওয়ার ঘটনাটি নিশ্চিত হই।

সোমবার দিবাগত রাতে থানাহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পুটিমারী হাটিথানা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

জানা গেছে, উপজেলা পুটিমারী হাটিথানা গ্রামের বাসিন্দা মাজু মিয়ার মেয়ে চলমান এইচ এস সি পরীক্ষার্থী মুমু আক্তারের সাথে উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে তারিকুল ইসলাম এর সাথে ১০ দিন আগে পারিবারিক ভাবে বিয়ের কথা পাকা হলে  ২৬ আগষ্ট সোমবার বিয়ের দিন ধার্য হয়। সেইমতে বরসহ তার লোকজন বিয়ে সম্পন্ন করতে রাতে হাটিথানা গ্রামে কনের বাড়ি আসেন।

এদিকে বর পক্ষের লোকজনকে কনের বাড়িতে আপায়ন করতে দেন কনে পক্ষ। এই সুযোগে মুমু আক্তার কৌশলে কনে সাজে উধাও হয়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড়ের সৃষ্ঠি হয়। পরে বর ও তার লোকজন বাড়ি ফিরে যায়।


চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, বিষয়টি আমার জানা নাই। তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান তিনি। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.