গোপালগঞ্জের কাশিয়ানীতে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুই ভাইকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিলছড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার মৃধার নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলো, উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের চুন্নু শেখের দুই ছেলে মানিক শেখ (৩৫) ও রতন শেখ (২০)।
এস.আই তুষার মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কার্টুন তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
-20240910120140.jpg&w=3840&q=75)
সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







