The Daily Adin Logo
সারাদেশ
মুন্সিগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

মুন্সীগঞ্জে বিএনপি সভাপতির বিরুদ্ধে নেতাকর্মীদের মানববন্ধন

মুন্সীগঞ্জে বিএনপি সভাপতির বিরুদ্ধে নেতাকর্মীদের মানববন্ধন

বালু দস্যুতা, কমিটি বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে নিজ দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে উপজেলা বিএনপির ব্যানারে এ মানববন্ধন করা হয় হয়েছে। এতে অংশ নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও নারী-পুরুষ।

মানববন্ধনকারী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিগত নির্বাচন গুলোতে রিপন মল্লিক আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচন করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে পর এখন উপজেলা বিএনপির সভাপতির পদ ব্যবহার করে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, নিজ দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অর্থের বিনিময়ে বিভিন্ন লোকদের বিএনপিতে ভেড়ানো, দলীয় পদ পদবী বিক্রির মত তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হচ্ছে।

এ বিষয়ে দলের ভাবমূর্তি রক্ষায় রিপন মল্লিকের বহিস্কার ও যথাযথা ব্যবস্থার দাবি করেন সবাই।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন আশিক, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলিম, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সেলিম মোল্লা, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির (কোকো সংসদ) ইকবাল হোসেন প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.