The Daily Adin Logo
সারাদেশ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

আপডেট: সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

জগন্নাথপুরে মদসহ দুই ভাই সেনাবাহিনীর হাতে আটক

জগন্নাথপুরে মদসহ দুই ভাই সেনাবাহিনীর হাতে আটক

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৭৪৮ লিটার দেশীয় মদ সহ মাদক ব্যবসায়ী দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সোয়েব বিন আহমাদ এর নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের পাশ্ববর্তী রানীনগর গ্রামে অবৈধভাবে পরিচালিত একটি দেশীয় মদের দোকানে অভিযান চালিয়ে ২৫ টি জারে রক্ষিত ৭৪০ লিটার দেশীয় মদ ও বিভিন্ন বোতলে রক্ষিত ৮ লিটার মদ উদ্ধার করা হয়।

এ সময় সেনা সদস্যরা মাদক ব্যবসায় জড়িত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিন ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের দুই ছেলে নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাসকে ঘটনাস্থল থেকে আটক করে জগন্নাথপুর সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।

আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মাদক সহ  জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে একটি লাইসেন্সধারী দেশীয় মদের দোকানের পাশাপাশি রাণীনগর গ্রামে গড়ে উঠে আরেকটি মদের দোকান। 
উক্ত মদের দোকানের পাশে গ্রামের জামে মসজিদ থাকায় এলাকার ধর্মপ্রান মুসল্লিসহ গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোস বিরাজ করছিল।

এমন সংবাদের ভিত্তিতে আইনশংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.