The Daily Adin Logo
সারাদেশ
মুন্সিগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আপডেট: শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে চারজন টেটাবিদ্ধসহ আহত ১২

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে চারজন টেটাবিদ্ধসহ আহত ১২

মুন্সীগঞ্জের সিরাজদিখাননে ফুটবল খেলা ও আধিপত্য বিস্তারকে  কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন টেবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১২ জন । আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে ।  

এ সংঘর্ষে আহত কযেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর ৩টি বাড়িঘর ভাংচুর করা হয় তারা । 

এ ঘটনায় আহত টেটাবিদ্ধ মো. জাকির হোসেন(৪২), পিয়ার হোসেন(৩৫) ও সিয়ামকে(২৮) ঢাকা মিটফোট হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেসগুলোতে। ঘটনার পর থেকে চরপানিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়া দুটি দলের মধ্যে ফুটবল খেলা নিয়ে তর্ক বিতর্ক  ও আধিপত্য বিস্তার নিয়ে রুপচান মিয়া ও নুরুদ্দিন সমর্থকদের সাথে একই এলাকার মুজিবুর রহমান ও আব্দুল আজিজ সর্মথকদের মধ্যে শনিবার সকালে  সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারজন টেটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে । এ সময় আমিন উদ্দিন, আব্দুল আজিজ ও গোলাম মোস্তফার বাড়ীঘর ভাংচুর করে প্রতিপক্ষরা। 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে জানান, ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চরপানিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন কর হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.