The Daily Adin Logo
সারাদেশ
চাঁদপুর প্রতিনিধি

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আপডেট: বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

পুলিশ দেখে পানিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

পুলিশ দেখে পানিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে পুলিশ দেখে দীঘির পানিতে ঝাঁপ দিয়ে ডুবে ছফিউল্লাহ ওরফে ছবুর (৫৫) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে শাহরাস্তি মাজার দীঘিতে স্থানীয়রা জাল ফেলে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে। ছবুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, একটি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা থাকায় শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সসহ তাকে গ্রেফতারে অভিযান চালায়। ওইসময় গ্রেফতার এড়াতে সে মাজারের দীঘিতে ঝাঁপ দেয়। সাথে সাথে পুলিশ তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও সে পানির গভীরে তলিয়ে যায়। এক পর্যায়ে এলাকার লোকজন দীঘিতে জাল ফেলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

পৌরসভার ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আ. কুদ্দুস রানা জানান, তারা বিকেলে এলাকার লোকজন এবং নিহত ছফিউল্লাহসহ এক ঘটনার সমাধানে বৈঠকে বসেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। ওইসময় সে পুকুরে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যায়।

পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্যাজকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যাক্তি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তিনি পুলিশ দেখেই দীঘিতে ঝাঁপদেন। সেখানে তিনি পানিতে তলিয়ে যান। তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.