The Daily Adin Logo
সারাদেশ
শরীয়তপুর প্রতিনিধি

শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

আপডেট: শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

শরীয়তপুরে ছুরিকাঘাতে বৃদ্ধা নারীকে হত্যা, আহত ১

শরীয়তপুরে ছুরিকাঘাতে বৃদ্ধা নারীকে হত্যা, আহত ১

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ছুরিকাঘাতে এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পান্না বেগম নামের এক শিক্ষিকা আহত হয়েছেন।

নিহত লুৎফা বেগম (৭৫) চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজ ঘরে একটি প্লাস্টিকের চেয়ারে বসে মাগরিবের নামাজ আদায় করছিলেন চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকার লুৎফা বেগম। এমতাবস্থায় পিছন থেকে প্রতিবেশী স্থানীয় তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষিকা পান্না বেগম (৩২) নামে এক নারী তাঁর গলায় ছুরিকাঘাত করে গভীর ক্ষত করে। তখন লুৎফার ছেলের বউ আফরোজা বেগম পাষন্ড পান্নাকে দেখে ফেললে দুজনের মধ্যে ধস্তাধস্তি তৈরি হয়। স্থানীয় লোকজন চলে আসলে পান্না বেগম তাঁর নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে আহত হন। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে হত্যার ঘটনার রহস্য এখনো জানা যায়নি। এ ঘটনার আসল রহস্য উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ। এরকম ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে বালাকান্দি এলাকার মাহাবুব বালা বলেন, ঘরে ঠুকে দেখি আমার কাকি (লুৎফা বেগম) রক্তাক্ত অবস্থায় পরে আছেন। আর পান্না পাশে চুপ করে শুয়ে আছে। পরে আমি চিৎকার করে বাহিরে চলে যাই। পরে জানতে পারি পান্না বেগম এই ঘটনা ঘটিয়েছে। তদন্তপূর্বক আমি হত্যার বিচার দাবি করছি।

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম মুঠোফোনে রূ বলেন, চরসেনসাস ইউনিয়নের রফিকুল ইসলাম বালার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনিই হত্যা কান্ডটা ঘটিয়েছেন। ঘটনাস্থলে থানা পুলিশ তদন্ত করছে। এখনো কোন মামলা হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.