The Daily Adin Logo
সারাদেশ
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

আপডেট: শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

আ.লীগ নেতার ছেলের নামে পর্নোগ্রাফি মামলা

আ.লীগ নেতার ছেলের নামে পর্নোগ্রাফি মামলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ ইউ পি চোয়ারম্যান এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক এস এ এম জাকারিয়া আলমের ছেলে আদিত্য আকমলের নামে দর্শনা থানায় পর্নোগ্রাফি মামলা দায়ের হলেও গত ৮ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে উপজেলা এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই সেকেন্দার আলি জানান, দর্শনা পৌরসভার থানা পাড়ার জনৈক ব্যক্তির একাদশ শ্রেণীর  কলেজ পড়ুয়া মেয়ে (১৬) কলেজে যাওয়ার পথে প্রায় সময় ওই আওয়ামী লীগ নেতার ছেলে তাকে উত্যক্তসহ মোবাইলে ছবি তুলে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার কথা বলে কুপ্রস্তাব দিত। পরে মেয়েটি তার পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলে দেয়। ওই সময় মেয়েটির বাবা গত ১০ অক্টোবর দর্শনা থানায় পর্নোগ্রাফি আইনের ২০০৮ এর ১,২,৩ ধরায় মামলাটি দায়ের করেন। যার মামলা নম্বর ৯।

মেয়েটির বাবা জানান, গত ৮ দিনেও আসামি আটক না হওয়ায় বেশ আতংকে আছি। এছাড়াও পরিবারের পক্ষ থেকে মেয়েটিকে কলেজে বা প্রাইভেট পড়তে যেতে দিতে ভয় পাচ্ছেন তারা।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমির জানান, মামলা নিয়মিত হওয়ারপর আসামী আটকের জোর প্রচেষ্টা চলছে, ছাড় পাওয়ার সুযোগ নেই।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.