The Daily Adin Logo
সারাদেশ
কাহালু (বগুড়া) প্রতিনিধি

শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

আপডেট: শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

কাহালুতে জাতীয় যুব দিবস পালিত

কাহালুতে জাতীয় যুব দিবস পালিত

যুব দিবসের প্রতিবাদ্য বিষয় "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" উদযাপন উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০ টা "জাতীয় যুব দিবস ২০২৪’’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, মাছের পোনা অব মুক্তকরণ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করে পালিত হয় জাতীয় যুব দিবস।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. রেবেকা সুলতানা ডলি। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশে গড়তে দক্ষ যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশের আত্মসামাজিক উন্নয়নসহ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে দেশের যুবসমাজ। বেকার যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে  বিভিন্ন রকম প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কর্মসংস্থানে আত্মনিয়োগ করতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ। 

উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান শাহিন, কাহালু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দীন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও মো. মোকছেদুর রহমান।

উক্ত অনুষ্ঠানে ৯ জনকে ৭ লক্ষ ২০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করেন এবং ১৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের পুকুরে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.