The Daily Adin Logo
সারাদেশ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

শনিবার, ০২ নভেম্বর ২০২৪

আপডেট: শনিবার, ০২ নভেম্বর ২০২৪

ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

’সমবায়ে গড়বে দেশ বৈশম্যহীন বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে পতাকা উত্তোলন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সরওয়ার এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে সমবায়  র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. সালাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন যশোর সমবায় ব্যাংক এর সভাপতি আব্দুুস সামাদ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক।

এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলাম,পুলিশের এস আই আলিমুজ্জান, যশোর ফুল সমিতির সভাপতি আব্দুর রহিম, সাংবাদিক তরিকুল ইসলাম, সমবায় সমিতির সভাপতি মুজিবুল হক, আসাদুজ্জামান, সাদ্দাম হোসেন ও রাবেয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন-ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, উপজেলা এনজিও সমন্বয়কারী ও জেডিও’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সাধারন সম্পাদক শাহাজাহান আলী, অনুষ্ঠান পরিচালনা করেন সমবায় অফিসের কর্মী শাহ্ নেওয়াজ। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.