The Daily Adin Logo
সারাদেশ
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ০২ নভেম্বর ২০২৪

আপডেট: শনিবার, ০২ নভেম্বর ২০২৪

মধ্যনগরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

মধ্যনগরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪ পিস গাঁজার পুরিয়াসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে গতকাল ১লা নভেম্বর গোপন তত্ত্বের ভিত্তিতে রাত ২ টা ৫ মিনিটে এস আই বিকাশ সরকার ও এস আই তপন চন্দ্র দাস এবং এ এস আই মাহিনুর ও দুইজন পুলিশ সদস্য এই বিশেষ পুলিশি অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা এবং ১৪ পিস গাঁজার পুরিয়াসহ চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

আটককৃত ব্যক্তিরা হলেন-বাসাউড়া গ্রামের ( ১) নয়ন সরকার, পিতা নারায়ণ সরকার, বাট্টা গ্রামের (২) দীনবন্ধু সরকার পিতা মৃত উপেন্দ্র সরকার, ঘাসী গ্রামের (৩) কাজল সরকার পিতা রাজকুমার সরকার   এবং কলমাকান্দা উপজেলার গুটমন্ডল গ্রামের (৪) রাসেল মিয়া পিতা মো. আব্দুস সালাম।

পুলিশি সূত্রে জানা যায়, বাট্টা গ্রামের দীনবন্ধু সরকারের বাড়ির উঠানে ৪ জন মিলে আসর বসিয়েছিলো। স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সশরীরে আসামিদের ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হন। 

আসামিদের বক্তব্য অনুসারে, প্রতিটি ইয়াবা ট্যাবলেট এর ওজন শূন্য দশমিক ১ গ্রাম এবং প্রতিটির মূল্য ৩০০ টাকা, মোট মূল্য ১৩৫০০.০০ টাকা আর প্রতিটি গাঁজার পুরিয়ার ওজন ১৫ গ্রাম প্রতিটি আনুমানিক মূল্য ১৫০০ টাকা করে ।

ঐ দিন রাতেই ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১), ১০(ক), ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.