The Daily Adin Logo
সারাদেশ
শরীয়তপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

আপডেট: বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

শরীয়তপুরে পাটের গোডাউনসহ ১৮ দোকানে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি

শরীয়তপুরে পাটের গোডাউনসহ ১৮ দোকানে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে পাটের গুদামে আগুন লেগে তিন হাজার মণ পাট পুড়ে গেছে। আগুনে গোডাউনসহ আশপাশের প্রায় ১৮টি দোকানে ছড়িয়ে পড়লে পাট, মরিচ, সয়াবিন, সরিষার দোকান পুড়ে যায়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১ টার দিকে বাজারের কাঠপট্টি এলাকার পাটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের অন্যান্য কয়েকটি গোডাউনসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই পাট, সরিষা, কালোজিরা, মরিচের গোডাউনসহ ১৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

আগুনের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহায়তা এবং বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।

গুদামঘরের মালিক আবুবক্কর ডাকুয়াসহ মকবুল ঢালী, রিপন বেপারী, আবদুল রাড়ী, ফারুক বয়াতি, দ্বীন ইসলাম মোতালেব, শামচুসহ বলেন, সব মিলিয়ে আমাদের ১৫টি গুদামে ৩ হাজার মণ পাট ছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ৭শ মণ পুড়ে যায় ১ কোটি ৮০ লাখ টাকা এবং দেড় হাজার মণ সরিষা, মরিচ, সয়াবিন পুড়ে ছাই হয়ে গেছে; যার মূল্য ৭০ লাখ টাকা সবকিছু। দুপুরে কিভাবে আগুন লাগে জানি না।

এ বিষয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মিল্টন জানান, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, দাশের জঙ্গল বাজার জেলার মধ্যে একটি বড় বাজার। এখানে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.