The Daily Adin Logo
সারাদেশ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

আপডেট: শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

প্রধান শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার

প্রধান শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুরে তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর বাড়ি থেকে ১৮৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোর রাতে উপজেলার বেড়িপোটল এলাকা থেকে চাউলগুলো উদ্ধার করা হয়।

কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযানটি পরিচালিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার ঘটনাস্থলে গিয়ে চাউলগুলোসহ ওই ঘরটি সিলগালা করে দেন।

এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বাড়িতে বিপুল পরিমাণ খাদ্য বান্ধব কর্মসূচির চাউল রাখা হয়েছে এমন তথ্য পেয়ে রাত ৩ টার দিকে সেনাবাহিনীর একটি টিম বেড়িপোটল এলাকায় অভিযান চালায়। এসময় ৫ হাজার চারশত নব্বই কেজি অর্থাৎ ১৮৩ বস্তা চাউল পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে মনে হয়েছে জব্দ হওয়া চাউলগুলো সরকারি চাউল। তবে বস্তা পরিবর্তন করে সেগুলো অন্য বস্তায় রাখা হয়েছে। এ বিষয়টি খাদ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে। আপাতত চাউলগুলোসহ ওই ঘরটি সিলগালা করে রাখা হয়েছে বলেও জানান তিনি।

তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকারী সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.