The Daily Adin Logo
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

আপডেট: শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

‘বিনা লাভের দোকানে’ স্বল্প আয়ের মানুষ মানুষের ভিড়

‘বিনা লাভের দোকানে’ স্বল্প আয়ের মানুষ মানুষের ভিড়

যশোরের অভয়নগরে ’বিনা লাভের দোকান’ নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয় কেন্দ্রে ভিড় করছে ক্রেতারা। ক্রেতাদের বেশির ভাগই স্বল্প আয়ের মানুষ। কম দামে পণ্য কিনতে পেরে খুশি তারা। “ন্যায্যমূল্যে সবজি নিন, সিন্ডিকেট প্রথা ভেঙ্গে দিন” এই প্রতিপাদ্যে উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজারের পণ্য সামগ্রীর লাগামহীন মুল্য সহনীয় করার লক্ষ্যে বসানো হয়েছে দোকানটি। উপজেলার নওয়াপাড়া কাঁচাবাজারে ঢুকতেই চোখে পড়ছে বিনা লাভের দোকান। নওয়াপাড়া বাজারে ব্যাপক সাড়া ফেলেছে এই বিনা লাভের দোকান।

দোকানটির কার্যক্রম শুরু হয় গত ৮ নভেম্বর শুক্রবার। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন ধরনের সবজি যেমন মরিচ, পিয়াজ, রসুন, আলু, শিম, লাউ, বরবটি, কচুর মুখি, করলা, বেগুন, ফুললকপি ইত্যাদি পণ্য বিক্রি করা হচ্ছে।

শনিবার (৯ নভেম্বর) সকালে গিয়ে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয় কেন্দ্রে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। অন্য দোকানের থেকে এখানে বিক্রি বেশি হচ্ছে। ক্রেতারা পছন্দ ও চাহিদামত শাক, সবজি ইত্যাদি পণ্য কিনছে।

সেখানে কথা হয় আয়োজক শিক্ষার্থী মাহিদ, সিয়াম, ডালিম, অর্পা, ইয়াসিন ও তন্বির সাথে। তারা বলেন, শিক্ষার্থীদের নিয়ে বিনা লাভের নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র চালু করেছি। সাধারণ মানুষের কথা চিন্তা করে যে দামে পন্য কিনছি আবার সেই দামে বিনা লাভে বিক্রি করছি। আমাদের একটাই লক্ষ্য সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও বর্তমান বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া। এ কাজে আমরা সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি।

উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের গ্রামতলা এলাকার ভ্যানচালক ইমারুল ইসলাম বলেন, বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক চড়া। নওয়াপাড়া বাজারেই সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। তবে এখানে কম দামে পেয়ে আমি সবজি কিনেছি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.