The Daily Adin Logo
সারাদেশ
বাগেরহাট প্রতিনিধি

রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

সাড়ে ৪ কোটি টাকার জাটকা ও জালসহ ১০ জেলে আটক

সাড়ে ৪ কোটি টাকার জাটকা ও জালসহ ১০ জেলে আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের জাটকা ও জালসহ ১০ জেলে আটক করেছে কোষ্টগার্ড। রবিবার (১৭ নভেম্বর) ভোররাত ৪ টার দিকে ট্রলার দুটি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করা হয়। রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে তাদেরকে মোবাইিল কোর্টে তুলে অর্থদন্ড  দেয়া হয়েছে। এ সময় জাটকা ইলিশ, ৭২০০ কেজি ১৮০ মন ১২ লাক্ষ মিটার কারেন্ট জালসহ দুটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড সদস্যরা।

কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মোবাইিল কোর্ট পরিচালনা করে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখলোর ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিত ছিলেন।

মোরেলগঞ্জ জোনের কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন জানান, একই সাথে ট্রলারে থাকা ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ লক্ষ মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বস ও ৭ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিলিয়ে দেয়া হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.