The Daily Adin Logo
সারাদেশ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আপডেট: শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ

জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের উদ্যোগে অর্ধ-শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর নতুন বাজার ও জগন্নাথপুর সরকারি কলেজ গেইটের সামনে হিল সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপহার হিসেবে এ কম্বলগুলো বিতরণ করা হয়।

হিল সামাজিক সংগঠনের সভাপতি আকমল হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবির আহমদ চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর সরকারি কলেজের প্রফেসর নিয়াজ আহমদ ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, মো. আব্দুল হাই, হুমায়ুন কবীর, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আলী মনি, কবি আসাদ চৌধুরী, ব্যবসায়ী আবদুল হেকিম প্রমূখ।

বক্তারা বলেন, হিল সামাজিক সংগঠন ইতিমধ্যে গরিব ও অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জগন্নাথপুর উপজেলার মানবসেবী ও সুহৃদ মানুষের সহযোগীতা পেলে ভবিষ্যতে হিল সামাজিক সংগঠন মানবকল্যাণে আরো অভূতপূর্ব পরিবর্তন আনবে এটা আমাদের বিশ্বাস। হিল সামাজিক সংগঠনের প্রতিটা সদস্য অতন্ত্র প্রহরীর মতো অবহেলিত, লাঞ্চিত-বঞ্চিত  ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে সক্ষম।

বক্তারা হিল সামাজিক সংগঠনকে এগিয়ে নিতে প্রবাসীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন দীর্ঘ ১১ বছর যাবৎ মানবতার কল্যাণে ভূমিকা রেখে যাওয়া, উপজেলার অন্যতম সামাজিক সংগঠন হিল সামাজিক সংগঠনের কল্যাণমূলক কার্যক্রমের দ্বারা অব্যাহত রাখতে অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সংগঠনের উপদেষ্টা, দাতা সদস্য, সামাজিক ব্যক্তিত্ব সহ সংগঠনের নেতৃবৃন্দের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।  

এ সময় হিল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মো: নিজাম আহমদ, জাকির আহমদ, জিয়া উদ্দিন, আখলাক মুহাম্মদ, আলীনুর আহমদ, একরাম চৌধুরী, এনামুল হক, রাজু আহমদ, প্রজেশ শর্মা, ইকবাল আহমেদ, শাহবির আহমেদ, আবু হাসনাত, খুকন সরকার জয়, ইসমাইল আলী মিজু, আলামিন তালুকদার, আমির হুসাইন, রুমন আহমেদ, রাহুল আহমদ, মারজান চৌধুরী, ফেরদৌস আহমেদ অভি, আজমল হোসেন রাপু, সুনু মিয়া, আজহার, সায়েম, রেজুয়ান আহমেদ, রুয়েল, জিয়ান আহমেদ, সাখাওয়াত, মুক্তার আলী, টিপু সুলতান, শুকুর আলী, আমিনুর রশিদ, শিহাবুর, আবু খয়ের, এনাম আহমেদ, ফরহাদ আহমদ প্রমুখ।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.