The Daily Adin Logo
সারাদেশ
নাগপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

নাগরপুরে রবিউল আউয়াল লাভলুর পথসভা অনুষ্ঠিত

নাগরপুরে রবিউল আউয়াল লাভলুর পথসভা অনুষ্ঠিত

টাঙ্গাইল ৬ নাগরপুর-দেলদুয়ার আসনের নেতাকর্মীদের সাথে পথসভা ও চা চক্র করলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদল ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রবিউল আউয়াল লাভলু। সোমবার সকালে নাগরপুর থেকে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে দেলদুয়ার উপজেলার লাউহাটি, ফাজিল হাটি, চরপাড়া বাজার ও পাতরাইল সহ কয়েকটি ইউনিয়নে এ পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নিয়ামত আলী সুইটি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান ফারুক, সাবেক ছাত্র নেতা ও বিআরডিভির সাবেক চেয়ারম্যান ইকবাল কবির রতন, সহ-প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম নবা, যুব দলের ভার. আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, ওলামা দলের সভাপতি মো. আবু বকরসহ যুব দল, তাঁতী দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্য দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় রবিউল আউয়াল লাভলু বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সেই ফ্যাসিবাদ সরকার যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি তৃর্ণমূলের সাধারণ মানুষের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে দলের জন্য কাজ করে যেতে চাই। আওয়ামী লীগের প্রেতাত্মাদের কোন প্রকার আশ্রয় প্রশ্রয় না দেয়ার জন্য বিএনপির সকল সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। সকাল থেকে সন্ধা পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হয়।

রবিউল আউয়াল লাভলু সভায় আগত সকল নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করেন। এ সময় উক্ত সভায় স্ব-স্ব ইউনিয়নের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.