The Daily Adin Logo
সারাদেশ
দিনাজপুর প্রতিনিধি

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

সরকারি খাস পুকুর থেকে মাটি বিক্রির হিড়িক

সরকারি খাস পুকুর থেকে মাটি বিক্রির হিড়িক

দিনাজপুর বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের শোলাহার পুর্বপাড়ায় একটি সরকারী খাস পুকুর থেকে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের শোলাহার পূর্বপাড়ার একটি সরকারী খাস জমির পুকুর এলাকাবাসী দীর্ঘদিন যাবত নিজেদের দখলে রেখে ভোগ করিছিলেন। একটি সুবিধাভোগী চক্র সেই পুকুর খননের নামে ভেকু মেশিন দিয়ে ৬ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে ৭ ডিসেম্বর শনিবার সকাল পর্যন্ত প্রায় ৪০০ থেকে ৫০০ ট্রলি মাটি কয়েকটি ইট ভাটা ও এলাকার মানুষের কাছে বিক্রি করছেন।

এব্যাপারে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর মুঠোফনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 অপরদিকে বিরামপুর উপজেলা ভূমি সহকারী কমিশনার নাজিয়া নওরীন সাথে কথা তিনি বলেন, বিষয়টি আপনার কাছে প্রথম শুনলাম এখন খোজ নিয়ে দেখি। তবে পুকুর সংস্কার
বা খননের কোন অনুমোতি দেয়া হয়।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উক্ত সরকারী খাস পুকুরটি দীর্ঘদিন থেকে এলাকার একটি প্রভাবশালী মহল নিজ দখলে রেখে ভোগ করিছে। পুকুরটি লিজ নেয়ার কোন কাগজপত্র আছে কিনা তা আমাদের জানা নেই। তবে সরকারী পুকুর তেকে প্রশাসনের নাকের ডগায় বসে কিভাবে একটি সরকাকি খাস পুকুর থেকে মাটি খনন করে বিক্রি করে আমাদের জানা নেই।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.