The Daily Adin Logo
সারাদেশ
শরীয়তপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

শরীয়তপুরে গাঁজাসহ আটক ৫

শরীয়তপুরে গাঁজাসহ আটক ৫

শরীয়তপুরের জাজিরার পদ্মাসেতু দক্ষিণ এলাকায় দেড় কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজী ছদর আলী মাদবর কান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে দুজন স্থানীয় এবং তিনজন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তারা হলেন উপজেলার নাওচডোবা ইউনিয়নের ছদন আলী মাদবর কান্দি গ্রামের বাসিন্দা লোকমান বেপারীর দুই ছেলে ইমরান বেপারী (১৯) ও লুৎফর বেপারী (১৮) অপর ৩জন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মাদলা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে ছেলে মোঃ হৃদয় (১৮), আবু জাহেরের ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং মৃত আলফু মিয়ার ছেলে মোঃ আল-আমিন (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বেচাকেনা চলছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পদ্মাসেতু দক্ষিণ থানার একটি চৌকস দল এ অভিযানটি পরিচালনা করে। অভিযানের সময় তারা ওই গ্রামের বাসিন্দা লোকমান বেপারীর বাড়ির সামনে থেকে দেড় কেজি গাজাসহ তাদের আটক করে।

এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নাওডোবা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে দেড় কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.