The Daily Adin Logo
সারাদেশ
যশোর প্রতিনিধি

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

যশোর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিকরগাছা ও মণিরামপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন-ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলু মিয়া গাজী ও মনিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহন নামের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। গাজীর দরগাহ নামক স্থানে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে নিহত মোস্তাফিজুর রহমান বুলু মিয়াকে উদ্ধার করে। আহতদের মধ্যে বাসের চালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, আজ শনিবার দুপুরে খেদাপাড়া সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক মারা যান। তিনি কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.