The Daily Adin Logo
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

আপডেট: শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

নার্সের অবহেলায় শিশুর মৃত্যু, ৩ জনকে সাময়িক বরখাস্ত

নার্সের অবহেলায় শিশুর মৃত্যু, ৩ জনকে সাময়িক বরখাস্ত

হাসাপাতালে নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার ১১ জানুয়ারি সকালে চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ মাস বয়সী শিশু আইয়ানের মৃত্যু হয়। এসময় স্বজনরা বিক্ষোভ জানালে হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বরত তিন নার্সকে সাময়িক বরখাস্ত করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বরখাস্তকৃতরা হলেন-শিশু ওয়ার্ডে নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন।   

জানা যায়, শিশু আইয়ান রহনপুর পৌর এলাকার মুক্তাশা হল পাড়ার মো. আমিনের ছেলে।

এ বিষয়ে শিশুটির বাবা মো. আমিন জানান, ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আইয়ান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় তার। স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডে দায়িত্বরত নার্সদের অবহেলার কারণে মৃত্যু হয়েছে আইয়ানের। এতে ক্ষুব্ধ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভে আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য রোগী ও তাদের স্বজনদের মাঝে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সময় দায়িত্বরত তিন নার্সকে সাময়িক বরখাস্ত করেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইসমাইল হোসেন বলেন, ‘এ ঘটনার সময় শিশু ওয়ার্ডে নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন দায়িত্ব পালন করছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বরত এই তিন নার্সকে সাময়িক বরখাস্ত করেছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.