হাওর বেষ্টিত ধর্মপাশা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা দিয়ে জেলার "সিভিল সার্জন আ্যওয়ার্ড ২০২৪" শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রশাসক (ফিল্ড সার্ভিস) পেলেন ধর্মপাশা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. সুবীর সরকার।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার জেলার সিভিল সার্জন কার্য্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় এ আ্যওয়ার্ড প্রদান করেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আনিছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা.শুকদেব সাহা, মেডিকেল কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন ও সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দ।
অ্যাওয়ার্ড গ্রহণ করে তিনি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আনিছুর রহমান ও সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
ধর্মপাশায় মানবিক ডাক্তার বলে খ্যাত ডা. সুবীর সরকার বলেন, সহকর্মীদের সার্বিক সহযোগিতার কারনেই আজ আমি হাওর বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল নিয়ে গড়া ধর্মপাশা উপজেলায় কাজ করে পুরষ্কৃত হয়েছি। পুরষ্কার প্রাপ্তি আমাদের দায়িত্ব ও কর্তব্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সব সময় পাশে থেকে উৎসাহ ও প্রেরণা দেওয়ায় তিনি উক্ত আ্যওয়ার্ডটি তার গর্ভধারণী মাতা শ্রীমতি পূর্ণিমা রানী সরকার ও সহধর্মিণী স্বর্ণা নাগকে উৎসর্গ করেন।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







