The Daily Adin Logo
সারাদেশ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

আপডেট: শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

জগন্নাথপুরে মাদকসহ ৪ আসামি গ্রেপ্তার

জগন্নাথপুরে মাদকসহ ৪ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক ও মারামারি মামলার আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রুহুল আমিনের দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেনের সহযোগিতায় থানার এসআই (নিঃ) সাকিব হোসেন, এসআই মোঃ শফিকুল ইসলাম, এসআই শাহ আলম, এসআই দিপংকর হালদার, এএসআই জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জগন্নাথপুর থানার মামলা নং-১৮ তাং-২৪/০১/২৫ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) এর আসামি
মোঃ সালমান (২০), পিতা-মোঃ ফজলু মিয়া, সাং-বালিকান্দি থানা-জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার মূল্য -২০,৪০০/- টাকা। অপর অভিযানে জগন্নাথপুর থানার মামলা নং -১৯ তাং ২৪/১/২৫ 
ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক) এর আসামি ইব্রাহিম খলিল উল্লাহ লেংরা পিতা-মৃত সুরুজ আলী, সাং-পেরুয়া (শেরপুর) থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 
যাহার বাজার মূল্য -২৫,০০০/-টাকা।

এদিকে জগন্নাথপুর থানার নিয়মিত মামলা নং-১৫ তাং-২৩/১/২৫ইং ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড এর আসামি তানভীর আহমদ আঃ জব্বার (৫০), পিতা- মৃত আঃ সাত্তার, সাং নজিপুর থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ ও আলমগীর হোসেন (২৮) পিতা- মৃত আঃ আহাদ 
সাং- মোহাম্মদ শাল, থানা- বালাগঞ্জ জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদেরকে শনিবার (২৫ জানুয়ারি) সকালে যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করে বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ মাদক উদ্ধারে পুলিশ সচেষ্ট রয়েছে।
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.