The Daily Adin Logo
সারাদেশ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

আপডেট: শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

জালে ধরা পড়ল ৩৮ কেজির বাঘাইড়

জালে ধরা পড়ল ৩৮ কেজির বাঘাইড়

যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ। যে মাছ স্থানীয় বাজার থেকে ৪৮ হাজার টাকায় কিনে নিয়ে যান মাছ ব্যবসায়ী হালিম। 

শনিবার (২৫ জানুয়ারি) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাট মাছ বাজারে মাছটি বিক্রির জন্য আনা হয়। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে সেটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়। এ সময় বিশাল আকৃতির এ মাছটি দেখতে বাজারে মানুষের ভিড় জমে যায়। 

জানা গেছে, শনিবার ভোরে যমুনার নদীর ভাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যান। এক পর্যায়ে জালে বিশাল আকৃতির বাঘাইড়টি আটকা পড়ে। পরে মাছটি ধরে সকালে গোবিন্দাসী ঘাটের মাছ বাজারে নিয়ে আসেন তারা।

মাছ ব্যবসায়ী হালিম জানান, বিশাল আকৃতির মাছটি নড়াচড়া করছিল। উন্মুক্ত ডাকে মাছটি ৪৮ হাজার টাকায় কিনেছি। এটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে। 

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বুদ্দু বলেন, বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি ধরা হয়। যমুনা নদী থেকে কয়েকজন জেলে মাছটি ধরেছেন। ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.