The Daily Adin Logo
সারাদেশ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

রেল চলাচল বন্ধ: চরম দুর্ভোগে বেনাপোলের যাত্রীরা

রেল চলাচল বন্ধ: চরম দুর্ভোগে বেনাপোলের যাত্রীরা

পার্ট অফ পে রানিং অ্যালাউন্স (মাইলেজ) যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন রানিং স্টাফরা (টিটিই, গার্ড ও ট্রেন চালক)। ফলে বেনাপোল থেকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। মঙ্গলবার সকাল দুপুুরে ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ইঞ্জিনহীন বগি পড়ে আছে স্টেশনে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পাসপোর্ট ও লোকাল যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফমের্র পাশে অন্যান্য লাইনে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে আছে। কোনো ট্রেনের সঙ্গে ইঞ্জিন নেই। স্টেশনে কর্মরত রানিং স্টাফ টিটিই, গার্ড ও ট্রেন চালক কারো দেখা মেলেনি। বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শত শত যাত্রী স্টেশনে এসে ফিরে যাচ্ছেন। বিশেষ করে ভারত ফেরত যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। অনেকে বিকল্প পথে গন্তব্যে চলে যাচ্ছে।

রেলওয়ে ষ্টেশন থেকে জানানো হচ্ছে অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যেসব যাত্রী ট্রেনের টিকিট অগ্রীম কেটেছেন তাদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে।

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসা বাবুল আক্তার নামে এক যাত্রী বলেন, ব্যবসার কাজে ঢাকা যাবো বলে এসেছিলাম। কিন্তু ট্রেন চলাচল বন্ধ, এ কারণে বাসে করে যেতে হবে। ট্রেনে যেতে পারলে খুব দ্রুত যাওয়া যেত। কাজ শেষ করে বাসে আসতে অনেক ভোগান্তি হবে।

খুলনায় যাওয়ার উদ্দেশ্যে অপর যাত্রী মাহাফুজ জানান, খুলনায় ডাক্তার দেখানোর জন্য ট্রেনে যেতে এসেছিলাম। ট্রেন বন্ধ থাকায় যাওয়া হলো না। বাসে অনেক খরচ ও রাস্তা খারাপ। ট্রেন চললে তখন যাবো।

বেনাপোল রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার পারভীন আক্তার জানান, পার্ট অফ পে রানিং অ্যালাউন্স (মাইলেজ) যোগ করে পেনশন ও
আনুতোষিক প্রদানের দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলার কারণে বেনাপোল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের আদেশ পেলে পুনরায় বেনাপোল থেকে রেল চলাচল স্বাভাবিক হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.