The Daily Adin Logo
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

আপডেট: শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় আটক ২

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় আটক ২

নাটোরের লালপুরে খেজুরের ভেজাল গুড় তৈরির কারখানায় বাংলাদেশ সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে  বিকাল ৪টা থেকে  সন্ধ্যা পর্যন্ত আরবাব পশ্চিম পাড়ায় এ অভিযান চলে। অভিযানে খেজুরের ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানা থেকে আবুল কাসেমের ছেলে শহিদুল (৪০) ও সমসের আলীর ছেলে হামিদুলকে (৩০) আটক করে লালপুর থানায় হস্তান্তর করা হয় ।

অভিযানে ভেজাল মিশ্রিত ৭০০ কেজি গুড়, ১৫০ কেজি ভারতীয় গো-খাদ্য ও গুড় তৈরির অন্যান্য রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) আনোয়ার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চলছে। আমাদের ভ্রাম্যমাণ ল্যাবটি আসলে এ অভিযান আরো বেগবান হবে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, আটককৃতদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।


 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.