The Daily Adin Logo
সারাদেশ
কুষ্টিয়া প্রতিনিধি

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

আপডেট: শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

কুষ্টিয়ার পাথর বোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় সিএন‌জি চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে সিএন‌জির আরো দু্ই যাত্রী। শুক্রবার (৩১ জানুয়া‌রি) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর রানাখ‌ড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যাত্রীর নাম তা‌নিয়া আক্তার (৩০)। অপর নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া একটি সিএন‌জি যাত্রী ভেড়ামারার দিকে যাচ্ছিল। সিএন‌জি‌ মিরপুর রানাখ‌ড়িয়া ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক‌টি পাথর বোঝাই ডাম্প ট্রাকের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হা‌রিয়ে ধাক্কা দেই। এতে সিএন‌জি‌ দুমড়ে মুছরে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রীর মৃত‌্যু হয়। এ সময় সিএন‌জিতে থাকা আরো দুইজন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থ‌নীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনায় পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। ডাম্প ট্রাক‌টি পুলিশের হেফাজতে আছে। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.